আইসক্রিম খেয়ে একের পর এক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ে। ১২ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হয় মেমারির পাহাড়হাটি হাসপাতালে। স্কুলের গেটের সামনে আইসক্রিম খেয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়রাই উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্র-ছাত্রীদের পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান ২ নং ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোঙার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পৌঁছান।
স্কুলের প্রধান শিক্ষক ইমতাজুল হোসেন মন্ডল জানান, আজ সাড়ে ১০ টা নাগাদ প্রার্থনার লাইনে দাড়িয়ে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তারপর সংখ্যাটা আরও বাড়তে থাকে, পরিস্থিতি অনুকূল নয় আন্দাজ করে স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্র-ছাত্রীদের পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের জিজ্ঞাসা করে দেখা যায় সকলেই স্কুলে প্রবেশের সময় আইসক্রিম খেয়েছিল। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে ডিহাইড্রেশনের ফলেই এমন ঘটনা ঘটেছে। বর্ধমান ২ নং ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোঙার জানিয়েছেন, দ্রুতার সঙ্গেই অসুস্থ ছাত্র-ছাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি স্কুলে মেডিকেল টিমও পাঠানো হয় অন্যান্য ছাত্র-ছাত্রীদের শারীরিক পরীক্ষার জন্য।