.

মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, বুধবার ফের এক ছাত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সঠিক সময়ে এনে দিয়ে পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় বসতে সাহায্য করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। অন্ডালের হরিপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী শর্মিলী পাসোয়ানের পরীক্ষার সিট পড়েছে অন্ডালের বনবহাল ফাঁড়ির বহুলা উচ্চ বিদ্যালয়ে। শর্মিলী বলেন, ‘তাড়াহুড়ো করে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখি অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছি। খুব টেনশনে পড়ে যাই। কিভাবে দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারব বুঝতে পারছিলাম না। অসহায়ভাবে আমাকে স্কুলের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে বনবহাল ফাঁড়ির এক পুলিশ আধিকারিক আমাকে আমার টেনশনের কারণ জানতে চান। আমি অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ার কথা জানাই। সঙ্গে সঙ্গে ওই পুলিশ আধিকারিক এক ভিলেজ পুলিশকে আমার সঙ্গে দিয়ে বাইকে করে আমার বাড়ি পাঠিয়ে আমাকে অ্যাডমিট কার্ড আনতে সাহায্য করেন। পুলিশ সাহায্য করায় আমি দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারি।’ উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে তাঁর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে সাহায্য করায় ওই পরীক্ষার্থী মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিতে পারেন।

Like Us On Facebook