পাশ করানোর দাবিতে একদল পড়ুয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। পরে গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা।

জানা গেছে, বুধবার সকাল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ শুরু হয়। প্রায় শতাধিক পড়ুয়া এদিন বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, পার্ট-১ এর ফলাফল ভুল হওয়ার কারণে তাঁরা ফেল করেছেন। তাই তাদের সকলকে পাশ করাতে হবে। সেই দাবি নিয়ে তাঁরা এদিন সকাল দশটা নাগাদ তারা কন্ট্রোলারের সঙ্গে দেখা করতে যান। ছাত্রদের অভিযোগ, তাঁদের ৩ টের সময় সাক্ষাৎ করার কথা বলেন। কিন্তু বিকেলে তিনি দেখা না করেই চলে যান। এরপরেই ছাত্ররা ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

Like Us On Facebook