পড়াশোনা বাদ দিয়ে টিভি দেখায় বকাবকি মায়ের, অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তিলডাঙা গ্রামের ঘটনা। মৃতার নাম রিম্পা মাঝি(১৬)। শুক্রবার সে ঘরে গায়ে আগুন দেয় পরিবারের লোকজন তাকে বোলপুর মহকুমা হাসপাতাল ভর্তি করেন। পরে থেকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখানে শনিবার রিম্পার মৃত্যু হয় তার।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, রিম্পা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু সে পাশ করতে পারেনি। পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে পড়াশোনা ছেড়ে দিতে চায়। কিন্তু রিম্পার মা তাকে পড়া চালিয়ে যেতে বলেন। কয়েকদিন আগে রিম্পা পড়াশোনা ফেলে পুজো উপলক্ষে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যায়। সেখান থেকে ফিরে পড়াশোনা না করে টিভি দেখতে বসায় মায়ের সঙ্গে বচসা হয়। তারপরই রিম্পা অপমানে আত্মঘাতী হয়।
Like Us On Facebook