সেলের রামনগর কোলিয়ারিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ৷ শনিবার কোলিয়ারির ১৫৩ জন ঠিকা শ্রমিক তাঁদের বিনা নোটিসে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন৷
শ্রমিকদের দাবি, কোলিয়ারির ঠিকাদার সংস্থা চুক্তি অনুসারে সময়ের পূর্বে কয়লা উত্তোলনের কাজ শেষ করে তাঁদের বসিয়ে দেয়েছে৷ যদিও ওই কোম্পানির চুক্তি অনুসারে আগামী নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল৷ কিন্তু ২০ জুনের মধ্যে কাজ শেষ করে শ্রমিকদের বসিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা৷ তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের তিন মাসের পেমেন্ট বোনাস ও পিএফ ফেরত দিতে হবে৷ শেষ পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভে চাপে পড়ে ঠিকাদারি সংস্থা কোলিয়ারি ম্যানেজমেন্ট ও ইউনিয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, কয়লা উত্তোলনে নতুন সংস্থা টেণ্ডার অনুসারে বরাত পেয়েছে৷ তারা কাজ শুরু না করা পর্যন্ত পুরানো সংস্থাকে ঠিকা শ্রমিকদের পেমেন্ট রতে হবে৷ সিদ্ধান্ত অনুসারে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ উঠে যায়৷