আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে পানাগড় বাজার চৌমাথা মোড় থেকে রেলপার শ্মশান কালী মন্দির পর্যন্ত আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক সহযোগিতায় স্ট্রিট লাইট লাগানোর কাজ শুরু হল। শুক্রবার আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা পানাগড় বাজারের স্টেশন রোড ধরে রেলপার শ্মশান কালী মন্দির পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিসান ক্ষেতমজদুর ইউনিয়নের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল সহ অন্যান্যরা।

কিসান ক্ষেতমজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য জানিয়েছেন, এলাকাবাসীর সঙ্গে তারাও এই দাবি জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, মোট ৪৪ টি পথবাতি লাগানো হবে যার খরচ পড়বে ১৮ লক্ষ টাকা। পুরো খরচ বহন করছে আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি। এই পথবাতি লাগানোর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে, একদিকে যেমন রেলপারের ব্যবসায়ীদের সুবিধা হবে পাশাপাশি স্টেশন রোড ধরে যে সমস্ত গ্রামের মানুষ যাতায়াত করেন আগামী দিনে তাঁদের আর অন্ধকারে রাস্তায় চলাচল করতে হবে না।

Like Us On Facebook