ফের দাঁতাল হাতির হানা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আউশগ্রামে ভাল্কি এলাকায় অবস্থান করছে দুই দলছুট দাঁতাল। ঘটনাস্থলে বন দফতরের আধিকারিকরা ও হুলা পার্টীর সদস্যরা রয়েছেন বলে জানা গেছে। বন দফতর সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাঁকুড়া থেকে গলসির কসবা হয়ে পূর্ব বর্ধমানে ঢুকে পড়ে দুটি দাঁতাল হাতি। অন্যদিকে আরও একটি দাঁতাল পশ্চিম বর্ধমানের আমলাজোড়া হয়ে ঢোকে উখড়ার গৌড়বাজার এলাকায়। দাঁতালগুলিকে পুনরায় বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানোর জন্য সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে বন দফতর।
Like Us On Facebook