মাঝেরহাট সেতু বির্পযয়ের জেরে ঝাড়খণ্ডের দিক থেকে আসা পণ্যবোঝাই ভারী ট্রাক বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে গত প্রায় পাঁচ দিন ধরে আটকে আছে শয়ে শয়ে ট্রাক। ধৈর্য হারিয়ে মঙ্গলবার ডুবুরডিহি চেকপোস্টের সামনে কয়েকশো ট্রাক চালক ও খালাসি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর এদিন দুপুরে কলকাতা ছাড়া অন্যান্য জেলায় ট্রাক ঢুকতে দেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে।
মাঝেরহাট সেতু বির্পযয়ের পর বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে কলকাতা ও আশেপাশের ২০টি সেতুকে দুর্বল ঘোষণা করায় রাজ্যে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরই সঙ্গে রাজ্যে ২০ বা তার বেশী চাকার ট্রাক-ট্রেলার নিষিদ্ধ করা হয়েছে। এরই জেরে ঝাড়খণ্ড সীমান্তে আটকে পড়েছে কয়েকশো পণ্যবোঝাই ভারী গাড়ি। এদিন তাঁদের গন্তব্যে যেতে দেওয়ার দাবিতে কয়েকশো চালক ও খালাসি জাতীয় সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জাতীয় সড়কে দাঁড়িয়ে যায় কয়েক হাজার গাড়ি। ২০ বা তার বেশী চাকার ট্রাক-ট্রেলার নিষিদ্ধ হওয়ায় ঝাড়খণ্ড সীমান্তে আটকে বহু ২২ চাকার ট্রেলার। বরাকর ব্রিজের উপরও দাঁড়িয়ে বেশ কিছু ২২ চাকার ট্রেলার।