বর্ধমানের মহারাজাধিরাজ বাহাদুর স্যার বিজয় চাঁদের প্রপৌত্র জয়চাঁদ মহাতাবের হাত দিয়ে শনিবার কার্জন গেটের সামনে বর্ধমানের মহারাজাধিরাজ বিজয় চাঁদ মহাতাব এবং রাণী রাধারাণী দেবীর মূর্তির উন্মোচন হল। বর্ধমানের হেরিটেজ কার্জন গেটের সামনে এই মূর্তি বসানো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এমনকি খোদ বর্ধমানবাসী তথা বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও এই মূর্তি বসানো নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়েছে উদ্যোক্তা বর্ধমানের বিধায়ক খোকন দাসের। কিন্তু শনিবার বর্ধমানের কার্জন গেটে বৃষ্টি মাথায় করেই উদ্বোধন হল এই রাজা-রাণীর মূর্তি।
এদিন আমন্ত্রণ পত্রে নাম থাকা সত্ত্বেও জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ বর্ধমান মহারাজাধিরাজ বিজয় চাঁদের নাতি প্রণয় চাঁদ মহতাব, সদয় চাঁদ মহতাব, নাতবৌ নন্দিনী মহতাব, ভবানী কুমার মহাতাব প্রমুখরা কেউই আসেননি। এদিন মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষী হতে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারি সভাধিপতি দেবু টুডু, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, পুরপিতা পরেশ সরকার, ইতিহাসবিদ সর্বজিৎ যশ প্রমুখরাও।
এদিন পুরপিতা পরেশ সরকার জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁকে অনেকেই জানিয়েছেন হেরিটেজ কার্জন গেটের সামনে এই মূর্তি বসানো ঠিক হচ্ছে না। পরেশবাবু জানিয়েছেন, বর্ধমান শহরের উন্নয়ন ঘটাতে গিয়ে কোথাও কোন ত্রুটি বিচ্যুতি হলে পিছনে নয়, সরাসরি তাঁকে জানানোর আবেদন জানান। অন্যদিকে, এদিন মন্ত্রী স্বপন দেবনাথ সহ সমস্ত বক্তাই এই মূর্তি বসানো নিয়ে ভূয়সী প্রশংসা করেন। অপরদিকে, এদিন এই দুই মূর্তির উদ্বোধনের পর খোদ বর্ধমান মহারাজাধিরাজ বিজয় চাঁদ মহাতাবের প্রপৌত্র জয়চাঁদ মহতাব জানিয়েছেন, বর্ধমানে তাঁদের আত্মীয় স্বজন রয়েছেন। তাঁদের পারিবারিক অনুষ্ঠানে তিনি অনেকবার বর্ধমানে এসেছেন। বর্ধমান রাজবাড়িতে একবার তিনি এসেছিলেন যখন তাঁর ঠাকুর্দা মারা যান, তাঁর মৃতদেহ নিয়ে। অবশ্য তিনি অনেক মন্দির দেখেছেন।
উল্লেখ্য, বর্ধমান রাজ পরিবারের ট্রাস্টের অধীন এখনও গোটা জেলায় বিক্ষিপ্তভাবে বহু স্থাপত্য রয়েছে, কিন্তু সেগুলি ক্রমশই ধ্বংস হয়ে যাচ্ছে। এব্যাপারে জয়চাঁদ মহতাব জানিয়েছেন, ঈশ্বর চাইলে, মানুষ চাইলে নিশ্চয়ই সেগুলি তাঁরা সংরক্ষণ করতে পারবেন। একইসঙ্গে বর্ধমান রাজপরিবার ও রাজবাড়ি নিয়ে বর্ধমানবাসীর যে আবেগ সেই আবেগ না থাকলেও বর্ধমানকে তিনি ভালবাসেন বলে জানিয়েছেন জয়চাঁদ মহাতাব।