বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সরকারি সুপারিশ না মেনে নিয়োগ করার অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে৷ ‘রাজ্যপাল বিজেপির লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসতে চাইছেন৷ কোন মতেই এই নিয়োগ মানবো না৷ কাজে যোগ দিতে পারবেন না রাজ্যপালের নিযুক্ত সহ-উপাচার্য৷’ এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের পরামর্শ মতো সহমত হওয়া সম্ভব নয় বলে পাল্টা জানিয়ে দিয়েছে রাজভবন৷ আর সেই কারণে ‘উপযুক্ত’ ব্যক্তিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে৷

সোমবার সন্ধ্যায় রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ যেখানে রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে প্রাণিবিদ্যার অধ্যাপক গৌতম চন্দ্রকে নিয়োগপত্র দিয়েছেন৷ কিন্তু সেই নিয়োগপত্র প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা দফতরের অন্দরে৷ উচ্চশিক্ষা দফতরের পক্ষে বিজ্ঞপ্তি জারী করে সহ-উপাচার্য হিসাবে আশীষ পাণীগ্রাহির নাম জানানো হয়েছে।

রাজ্যপাল যে ব্যক্তির নাম মনোনীত করেছেন, সেই ব্যক্তির নাম রাজ্য সরকারের তরফে সুপারিশ করা হয়নি বলে অভিযোগ৷ রাজ্য সরকারের সুপারিশ করা নামের তালিকা বাদ দিয়ে পছন্দের কাউকে বসানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ সরকারি তরফে অভিযোগ, সরকারের তরফে পাঠানো নামের সুপারিশ খারিজ করে অন্য কাউকে নিয়োগ করা হয়েছে৷ পাশাপাশি রাজভবনের সূত্রে দাবি, এই মর্মে আরও বেশ কয়েকটি নাম চেয়ে পাঠানো হয়েছিল৷ সরকারের তরফে নতুন দুটি নাম সংযোজন করা হলেও সেই নামে অনুমোদন দেননি রাজ্যপাল৷ আর সেটাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক৷

Like Us On Facebook