পূর্ব বর্ধমান জেলায় রেশন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে সোমবার বর্ধমানে এলেন রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মুখ্য পরামর্শদাতা রীনা মিত্র। এদিন তিনি বর্ধমানে পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা সহ বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং সচিবও।

পরে তিনি বর্ধমান পুরসভার ৬নং ওয়ার্ডের কয়েকটি রেশন দোকানেও পরিদর্শনে যান। এর মধ্যে একটি রেশন দোকানের বাইরে রেশনের মাল সংক্রান্ত স্টক রেজিস্টার না থাকায় তিনি রেশনের মালিককে সতর্কও করেন। অন্য একটি রেশন দোকানে দাঁড়িপাল্লা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন। তিনি রেশন দোকানের গোডাউনও ঘুরে দেখেন।

এদিনের বৈঠকে রেশনের মাল বণ্টনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে এই জেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই জিআর-এর কুপন সহ যে সমস্ত অভিযোগ উঠেছে তা কিভাবে মেটানো হয়েছে – সবটাই তিনি খতিয়ে দেখেন বলে জেলাশাসক এদিন জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রত্যেকটি রেশন দোকানে একটি করে অভিযোগ বাক্স রাখার বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন। প্রথম দফার বৈঠক শেষে রেশন দোকান পরিদর্শনের পর ফের সার্কিট হাউসে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রীনা মিত্র।

অন্যদিকে, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত এই জেলায় ৯টি সুনির্দিষ্ট কেস হয়েছে রেশন সংক্রান্ত। তার সবকটি ক্ষেত্রেই তাঁরা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি জানিয়েছেন, বর্তমানে অভিযোগ আসার পরিমাণ কমছে। ছোটখাটো অভিযোগ দ্রুত মিটিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

Like Us On Facebook