এক মহিলার ক্ষত-বিক্ষত রক্তাক্ত মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২নং জাতীয় সড়কের ধারে লাকুড্ডি এলাকায়।
মৃত মহিলার নাম মমতাজ বিবি (৩০)। বাড়ি বর্ধমানের লাকুড্ডিতে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান মমতাজ। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এরপর স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের পাশে মহিলার ক্ষত বিক্ষত দেহ দেখতে পেয়ে পরিবারে ও বর্ধমান থানায় খবর দেন। বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে মহিলার দেহ পড়ে ছিল। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তার দেহের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। পুলিশ মহিলার মোবাইলটি উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook