রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ করে দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের অভিভাবকরা মঙ্গলবারের পর শুক্রবার আবার স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন। এই ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়ায়। জানা গেছে দুর্গাপুরের অন্যতম অভিজাত ইংরেজি মাধ্যম স্কুল হেমশীলা মডেল স্কুল কর্তৃপক্ষের স্কুলের ফি লাগামছাড়া হারে বাড়িয়ে দেওয়া সহ নিত্যনুতন নিয়মে দিশাহারা হয়ে অভিভাবকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কোন আবেদনে সাড়া না দেওয়ায় শুক্রবার সকালে পুলিশের সামনেই শহরের ব্যস্ততম রাস্তা ৮বি রুটে গাছ ফেলে অবরোধ করে প্রতিবাদ জানানোর পথ বেছে নেন অভিভাবকরা। এর ফলে অফিস টাইমে অফিস যাত্রীসহ সমস্ত যান পরিষেবা বিপর্যস্ত হয়। সকলেই রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে। কেউ কেউ প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে অভিভাবকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে অভিযোগ পথচারীদের। এই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করছেন স্কুলের ফি লাগামছাড়া হারে যে ভাবে বাড়ছে তা অভিভাবকদের পক্ষে আর সত্যিই টানা সম্ভব নয় কিন্তু আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিৎ। অন্যদিকে অভিভাবকরা যে ভাবে আন্দোলন করছেন তা তাঁদের ছেলেমেয়েদের কাছে কি উদাহারণ রাখল তাও একটু ভেবে দেখতে হবে। পরে পুলিশ ও মহকুমাশাসকের হস্তক্ষেপে অভিভাবকরা অবরোধ তুলে নেন।
Like Us On Facebook