ক্লিন আসানসোল গ্রীন আসানসোল ও সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে আসানসোল পুরসভা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এক ম্যারাথন রেসের আয়োজন করা হয়৷ ‘রান ফর ফান’ নামের এই রেসের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলন ও ফ্ল্যাগ অফের মাধ্যমে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷

অরূপ বিশ্বাস ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা সহ প্রমুখ৷ এদিন আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে শুরু হয় এই ম্যারাথন রেস। দশ কিমি,পাঁচ কিমি ও দুই কিমি দৌড়ের ব্যবস্থা রাখা হয়৷ পাশাপাশি বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষজন এই রেসে অংশগ্রহন করেন৷ এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন খুব শীঘ্রই তাঁর দপ্তরের পক্ষ থেকে এই পোলো মাঠের সংস্কারের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হবে৷ বিশেষভাবে সক্ষমদের এই রেসে অংশগ্রহণের জন্য সাধুবাদ জানিয়েছেন৷


Like Us On Facebook