আসানসোল লোকসভা কেন্দ্রে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় ভি নায়েক৷ সোমবার প্রথমে জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন তিনি৷ উপস্থিত ছিলেন জেলাশাসক শশাঙ্ক শেঠি ও পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা সহ অন্যান্য আধিকারিকরা৷
এরপর নির্বাচনী পর্যবেক্ষক অজয় ভি নায়েক প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাদা করে বৈঠক করেন৷ জানা গেছে, বৈঠকে তৃণমূল ছাড়া প্রত্যেকেই পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন৷ পাশাপাশি স্পর্শকাতর বুথের তালিকাও তুলে দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা৷ বৈঠক শেষে অজয় নায়েক সংবাদ মাধ্যমকে জানান, তিনি প্রায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন এবং তাঁদের অভিযোগগুলি শুনেছেন৷ এ বিষয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে৷ আসানসোলে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?