স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে দেখা মিলল প্রমাণ সাইজের গোখরোর। নার্স কোয়ার্টারে আস্তানা গেড়েছিল বিষধর সাপটি। স্থানীয়রা সাপটিকে সেখান থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্স কোয়ার্টারে দেখা মিলল একটি বিশালাকার বিষধর গোখরো সাপের। সপাটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন নার্সরা। স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বিষধর সাপের উপস্থিতিতে ভীত হয়ে পড়েন রোগীরাও। স্থানীয় মানুষজন বিষধর সাপটিকে হাসপাতাল চত্ত্বর থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেন। সাপের আনাগোনা রুখতে হাসপাতাল চত্ত্বর পরিষ্কার রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
Like Us On Facebook