.
সাপের কামড়ে মৃত্যু হল এক ওঝার। মৃতের নাম সাল্কু বাস্কে। বাড়ি কালনার সাহাপুর এলাকায়। ওঝা হিসাবে এতদিন সাপে কাটা রোগীদের উপর ঝাড়ফুঁক করে বিষ নামানোর প্রয়াস চালাতেন। এবার নিজেকে সাপে কামড়ালে হাসপাতালে না গিয়ে ঝাড়ফুঁক করতে গিয়ে মৃত্যুকে ডেকে আনলেন সাল্কু বাস্কে। জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সাল্কুকে সাপে কামড়ায়। এরপর তিনি বাড়ি ফিরে নিজের উপর ঝাড়ফুঁক শুরু করে দেন। বাড়ির লোকজন হাসপাতালে যেতে বললেও তিনি রাজি হননি। রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে বাড়ির লোকজন তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। কুসংস্কার ছেড়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়ত সাল্কুকে বাঁচানো সম্ভব হত।
Like Us On Facebook