আসানসোলের জামুড়িয়ায় পরিত্যক্ত খোলামুখ খনিতে আগুন লেগে জলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আতঙ্কিত এলাকার মানুষজন। স্থানীয় চারটি স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরুলিয়া খোলামুখ খনি থেকে গত কয়েকদিন ধরে অল্প অল্প ধোঁয়া বের হচ্ছল। দুদিন আগে এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। তারপর বৃষ্টির জল খনির মধ্যে ঢুকে যাওয়ায় ব্যাপক ধোঁয়া বের হতে শুরু করে। কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায় এলাকা। চুরুলিয়া, জয়নগর, আনন্দপুর সহ আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের গ্রামের বিভিন্ন স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করে। যদিও উপর থেকে জল দিয়ে খনি গর্ভের আগুন নেভানো প্রায় অসম্ভব। উল্লেখ্য, চুরুলিয়া খোলামুখ খনিটি এমটা সংস্থার হাতে ছিল। লিজ শেষ হয়ে যাওয়ায় গত এক বছর ধরে বন্ধ আছে খনিটি।