.

একশো দিনের কাজের সময় ক্যানেল থেকে মানুষের মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার আরুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আরুই গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট ক্যানেলে জবকার্ড ধারীরা কাজের জন্য জড়ো হন। ক্যানেলের আবর্জনা পরিষ্কার করার সময় মেলে মানুষের মাথার খুলি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় মাধবডিহি থানায়। পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

Like Us On Facebook