শনিবার সন্ধ্যায় সালানপুরের শিবদাসপুরে দুটি নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিন শিবদাসপুরের জঙ্গলে একটি গাছের নীচ থেকে কঙ্কাল দুটি উদ্ধার হয়। কঙ্কালের পাশে পড়ে থাকা জামা-কাপড় দেখে কঙ্কাল দুটি ওই গ্রামেরই নিখোঁজ দুই বান্ধবী সোনালী রুইদাস (১৭) ও গঙ্গা রুইদাসের (১৬) বলে মনে করছেন তাদের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল থেকে গ্রামের দুই কিশোরী সোনালী রুইদাস ও গঙ্গা রুইদাস নিখোঁজ ছিল। তারা দুজনে বান্ধবী ছিল। খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন দুপুরে শিবদাসপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে কয়েকজন মহিলা কাঠ কুড়োতে গিয়ে কঙ্কাল দুটি দেখতে পান। খবর যায় গ্রামে। কঙ্কালের পাশে পড়ে থাকা জামা-কাপড় দেখে কঙ্কাল দুটি গ্রামের নিখোঁজ দুই কিশোরীর বলে মনে করছেন তাদের পরিবার। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ এসে কঙ্কাল দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে কঙ্কাল দুটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।