কোন ভোটার যেন বাদ না পড়ে – এই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে বুধবার বর্ধমান পৌর বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হল এক বসে আঁকো প্রতিযোগিতার।
এদিন ভবিষ্যতের ভোটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ভোটাররা কিভাবে ভোটার লিস্টে নাম তুলবে, একটি ভোটের গুরুত্ব ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে সচেতন করা হয়। প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী, জেলাপরিষদের সচিব বাসব দত্তাগুপ্তা সহ অন্যান্যরা।
Like Us On Facebook