সুপ্রীম কোর্টে বিজেপির রথযাত্রা ধাক্কা খেতেই পাল্টা নাম পরিবর্তন করে প্রচারে নামছে বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রার নাম বদলে এবার গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে জায়গায় জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে এসে সভা করতে চলেছে বঙ্গ বিজেপি। বুধবার বর্ধমানের নীলপুর বাজারে দলীয় সভায় যোগ দিতে এসে এমনই বলে গেলেন বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার সভাপতি শ্যামল রায় প্রমুখ।

এদিন বর্ধমান স্টেশন থেকে একটি রোড শোতে অংশ নেন লকেট। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমত তোপ দাগেন লকেট। তিনি বলেন, ‘যখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল নিচ্ছে অন্য রাজ্যগুলি তখন বাংলার সরকার কেবলমাত্র রাজনীতি করতেই সেই সমস্ত সুফল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছেন। এমনকি রাজনীতি করতে গিয়ে গরীব মানুষের দিকেও তাকাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল, সিপিএম, কংগ্রস মিলে রাজ্যে মহাজোট তৈরি হয়েছে। কিন্তু তাতেও মোদিজীকে দমাতে পারবে না।’ এদিন এক প্রশ্নের উত্তরে লকেট জানান, সুপ্রীম কোর্টের রায়কে তাঁরা স্বাগত জানাচ্ছেন। যাত্রা হয়নি তো কি হয়েছে? গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে জায়গায় জায়গায় সভা করবেন। সেখানে হাজির থাকবেন কেন্দ্রীয় নেতৃত্বরা।

Like Us On Facebook