বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বোনের। বর্ধমানের গলসি থানার উড়োচটি ক্যানেলবাঁধ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পানমণি মারাণ্ডি ও তাঁর জ্যোঠতুতো দিদি সোনামণি কিস্কু তাঁদের মাটির ঘরে বর্ষার আগে মাটি ধরানোর কাজ করছিলেন। সোনামণি মইয়ের ওপর উঠে দেওয়ালে মাটি ধরাচ্ছিলেন এবং পানমণি নীচে থেকে মাটি তুলে দিচ্ছিলেন। এই সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান সোনামণি, তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে পানমণিও বিদ্যুৎপৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook