শিবরাত্রি উপলক্ষে শনিবার পূণ্যার্থীদের ঢল নামল বর্ধমানের ১০৮ শিবমন্দিরে। এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরেগুলিতে ছিল উপচে পরা ভীড়। প্রতি বছরের মত এবারও ব্যাপক ভীড় চোখে পড়ল ১০৮ শিবমন্দিরে। শিবরাত্রি উপলক্ষে ১০৮ শিবমন্দিরের পিছনে মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানীরা তাদের পসরা সাজিয়ে বসেন। প্রতিবছরের মত এবারও এই মেলায় প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। ১০৮ শিবমন্দিরে আসা পূণ্যার্থীদের জল, চা ও ফল বিতরণ করেন বিশ্ব জাগৃতি মিশনের সদস্যরা।