কাশ্মীরে অমরনাথ যাত্রীদের উপর জঙ্গীদের নির্মম আক্রমণের প্রতিবাদে দুর্গাপুরের পানাগড়ে রবিবার শিব ভক্তরা তারকেশ্বরে শিবের মাথায় জল দিতে প্রচলিত পোষাকের পরিবর্তে অভিনব ভাবে জলপাই ফৌজি পোষাক পরে শিব মুর্তি ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে জল ঢালতে যান। শিব ভক্তরা অনেকেই মাথার চুলে নকশা কেটে ভোলে বোম লেখেন। অমরনাথ যাত্রীদের উপর নৃশংশ জঙ্গী হানার প্রতিবাদ জানাতে স্থানীয় যুব সংঘের সদস্যরা এই শোভা যাত্রা বের করায় প্রচুর মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে এই অভিনব প্রতিবাদে অংশ নেন।
Like Us On Facebook