৮ মাস হয়ে গেলেও এখনও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করল ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা কমিটি। সোমবার এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, গতবছর জুলাই মাসে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু এখনও ফলাফল প্রকাশিত হয়নি। এরই মাঝে তৃতীয় বর্ষের পরীক্ষাও আগত। ফলে চরম সমস্যায় পড়েছে দ্বিতীয় বর্ষের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী।

অনির্বাণ অভিযোগ করেছেন, ফলাফল প্রকাশ নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গাফিলতি স্পষ্ট হচ্ছে ক্রমশই। একইসঙ্গে দীর্ঘ সময় পর ফলাফল প্রকাশিত হলেও তা যে ত্রুটিমুক্ত হবেই এমন কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না। তিনি জানান, গত ২৯ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁরা ৭ দফা দাবি জানিয়েছেন। কিন্তু এখনও সে বিষয়ে কোন উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পাশাপাশি প্রথম বর্ষের যে ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে পাশের হার মাত্র ১১. ৮ শতাংশ। এরই মাঝে দ্বিতীয় বর্ষের কলা বিভাগের উত্তরপত্র উইপোকায় খেয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে অনির্বাণ জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই গাফিলতি এবং বেনিয়মের তাঁরা তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি মানা না হলে তাঁরা ফের আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথেই পা বাড়াবেন।

Like Us On Facebook