পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে আচমকা বর্ধমান স্টেশনে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ৩ শিশুকে ১৫ দিনের মাথায় ফের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ দপ্তর। ওই দপ্তর সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি বর্ধমান ষ্টেশনের ৪নং প্ল্যাটফর্মে জিআরপি উদ্দেশ্যহীনভাবে ৭, ৩ ও ১ বছরের তিনটি শিশুকে ঘুরে বেড়াতে দেখে। এরপর জিআরপি তাদের জেলা সমাজকল্যাণ দপ্তরের হাতে তুলে দেয়।

গত কয়েকদিন ধরেই ৩টি শিশুকে বর্ধমানের হোমে রাখা হয়েছিল। একইসঙ্গে তাদের বাড়ির ঠিকানা জানারও চেষ্টা করা হচ্ছিল। সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এই তিনটি শিশুর মধ্যে ৭ ও ৩ বছরের দুটি কন্যা সন্তান এবং ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় তাদের বাড়ি বিহারের নালন্দা জেলার কাটরিসরাই ব্লকের বিলারি গ্রামে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানকার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার এই তিন ভাইবোনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Like Us On Facebook