রাজ্য জুড়ে কলেজে কলেজে ভর্তির দুর্নিতির প্রতিবাদ সহ ফি বৃদ্ধির প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল৷ মঙ্গলবার আসানসোলের বিএনআর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় এসএফআইয়ের পক্ষ থেকে৷ মিছিল শেষে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়৷
এসএফআই জেলা নেতৃত্বের পক্ষ থেকে মৈনাক ব্যানার্জী ও অন্তরা ঘোষ বলেন, পড়াশোনোর খরচ কমাও, জাত ধর্মের হিংসা কমাও এই স্লোগানে আমাদের আন্দোলন চলছে৷ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তিকে কেন্দ্র করে দুর্নীতি চলছে৷ এমনকি অনার্স কোর্সে ভর্তি হতে ৩০-৪০ হাজার টাকায় সিট বিক্রি চলছে৷ তবুও প্রশাসন চুপ করে আছে৷ এবিষয়ে মঙ্গলবার মহকুমাশাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে৷ এতেও কাজ না হলে, আগামীদিনে জেলা শাসক ও শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা হবে৷
Like Us On Facebook