রাজ্য সরকারের ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটি। বৃহস্পতিবার তাঁরা ইন্টার্ন শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থায়ী চাকরির দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে রাস্তা অবরোধ করেন।
এদিন ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের সমর্থকরা মিছিল করে জেলা শিক্ষা দফতরে যান। সেখানে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখান, এরপর তাঁরা মিছিল করে কার্জন গেটে এসে সেখানে বিক্ষোভ দেখান। কিছুক্ষণের জন্য জিটি রোডে অবরোধ করা হয়। রাজ্য সরকারের শিক্ষানবীশ শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের কর্মীর রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের স্থায়ী চাকরির দাবি জানান।
Like Us On Facebook