ধানের সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মুকুব সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির কর্মী-সমর্থকরা বর্ধমান শহরে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন এবং বিদ্যুৎ বন্টন অফিসের সামনে বিক্ষোভ দেখান।

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির কর্মী-সমর্থকরা মিছিল করে এসে বর্ধমানের কার্জন গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। কৃষকদের কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মুকুব, ফসলের লাভজনক দাম, সমস্ত গ্রামে সহায়ক মূল্যে ধান কেনার শিবির করা সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হন কমিটির কর্মী-সমর্থকরা। পাশাপাশি তাঁরা কৃষকদের নানান দাবি দাওয়া সম্বলিত এক স্মারকলিপি জমা দেন জেলাশাসকের দফতরে এবং বিক্ষোভ দেখান বিদ্যুৎ বন্টন দফতরের সামনে।

Like Us On Facebook