.

রবিবার দুপুরে আসানসোল পৌরনিগমের ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর অমিয় দাঁ(৬৫) পরলোক গমন করেন। রবিবার দুপুরে অমিয়বাবুর হঠাৎ বুকে ব্যাথা শুরু হলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতুর খবর শুনে মেয়র জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতা-কর্মীরা উপস্থিত হন হাসপাতালের সামনে।

Like Us On Facebook