রাত পোহালেই স্বাধীনতা দিবস। সাড়ম্বরে দেশজুড়ে পালিত হবে ৭২ তম স্বাধীনতা দিবস। তার আগে নিরাপত্তা জোরদার করতে ও যে কোন ধরণের নাশকতা রুখতে বর্ধমান রেল স্টেশনে তল্লাশি চালানো হল। ট্রেনের কামরা থেকে শুরু করে রেল লাইন, প্লাটফর্মে তল্লাশি চালায় আরপিএফ এবং জিআরপি। মেটাল ডিটেক্টর ছাড়াও তল্লাশিতে ছিল স্নিফার ডগ।
স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার সঙ্গে বর্ধমান রেল স্টেশন এলাকাতেও সতর্কতা অবলম্বন কর হচ্ছে। আর স্বাধীনতা দিবসের দিন যে কোনো রকম নাশকতা রুখতে মঙ্গলবার থেকেই স্টেশন এলাকা এবং বিভিন্ন দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়ে গেল। এদিন বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে স্নিফার ডগ নিয়ে চেকিং করেছে রেলের সুরক্ষা বাহিনী। নিরাপত্তায় কোথাও খামতি রাখতে চাইছে না বর্ধমান স্টেশনের রেল পুলিশ। বিভিন্ন দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের ভিতরেও স্নিফার ডগ নিয়ে চেকিং চালানো হয়। এছাড়া স্টেশনের পোস্টাল বিভাগ, ভিআইপি যাত্রী প্রতীক্ষালয় থেকে রেলের ট্রাকেও স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হয়।