শুক্রবার বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার গীর্জা মোড়ে এলাকায়। জিটি রোডে অবরোধ তুলতে ও মুখ্যমন্ত্রীর কুশপুতুলে পোড়ানো রুখতে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়।
কোচবিহারে দিলীপ ঘোষের গাড়ির উপর আক্রমণের প্রতিবাদে, শুক্রবার বিকেলে আসানসোল স্টেশন এলাকা থেকে বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, অরিজিত রায় সহ অনান্যরা। এদিন গীর্জা মোড়ের কাছে মিছিল আসতেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন লাগাতে গেলে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায় কুশপুতুল। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গীর্জা মোড় এলাকায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিটি স্বাভাবিক হয়।