জাতীয় সড়কের গলসি চৌমাথা ব্রিজের কাছে স্করপিওর ধাক্কা কন্টেনারে, ঘটনায় আহত ২। পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি স্করপিও গাড়ি দুর্গাপুর থেকে কলকাতা বিমানবন্দর যাচ্ছিল। গলসি চৌমাথার কাছে ২ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনার রাস্তা জুড়ে যাচ্ছিল। কন্টেনার দুটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা স্করপিওটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে। গাড়িতে ড্রাইভার ছাড়াও তিনজন মহিলা, দু’জন পুরুষ ও একজন শিশু ছিলেন। তাঁদের মধ্যে দু’জন অল্প চোট পান বলে জানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পুরসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় পুলিশ। পুরসা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জখম আরোহীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ আটক করে নিয়ে আসলেও কন্টেনার দুটি দুর্ঘটনার পর পালিয়ে যায়।