সোমবার থেকে শুরু হল বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। চলবে মঙ্গলবার পর্যন্ত। ওই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কোনার জানিয়েছেন, কলকাতার বিড়লা মিউজিয়ামের সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে সোমবার দেখানো হয় মজায় মজায় গণিত। মঙ্গলবার দেখানো হবে বিজ্ঞান প্রদর্শনী গ্যালিলিও এবং সচীন বায়োপিক। তিনি জানিয়েছেন, কৃষ্ণপুর হাইস্কুলের ছাত্রছাত্রী ছাড়াও এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে জগদাবাদ শশিভূষণ উচ্চ বিদ্যালয়, নেহেরু হিন্দি হাইস্কুল, নিবেদিতা কন্যা বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ বিজ্ঞান প্রেমী বহু মানুষও।

Like Us On Facebook