এই রাজ্যেও আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি এবং সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি সহ মোট ১২ দফা দাবিতে বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)কে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি। সিটু অনুমোদিত এই সমিতির রাজ্য সম্পাদিকা শিখা সরকার এদিন জানিয়েছেন, বর্তমানে আইসিডিএস কর্মী সহায়িকারা কেবলমাত্র গর্ভবতী মা ও শিশুদের জন্যই কাজ করছেন এমন নয়, তাঁরা রাজ্য সরকারের পোলিও কর্মসূচি থেকে স্কুল ছুট সমস্ত কর্মসূচিতেই নিজেদের নিয়োগ করেছেন। কার্যত তাঁদের সারাদিনে ৬-৭ ঘণ্টা কাজ করতে হলেও এখনও কর্মীদের ভাতা ৪৩৫০ টাকা এবং সহায়িকাদের ভাতা ২৮৫০ টাকা। এমনকি ৬৫ বছর পর্যন্ত কাজ করার পর তাঁদের শূন্য হাতেই বাড়ি ফিরতে হচ্ছে। এর সঙ্গে পরিকাঠামোর সমস্যা। রান্নার জ্বালানীর খরচ প্রায় ৪ গুণ বেড়ে গেলেও বরাদ্দ অর্থ বাড়ানো হয়নি। তিনি জানিয়েছেন, মিশন মোড নয়, আইসিডিএসকে স্থায়ী দপ্তরের মাধ্যমে পরিচালনা করা, কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করা, জ্বালানীর বরাদ্দ বৃদ্ধি করা, প্রতিটি কেন্দ্রের জন্য নিজস্ব ঘর, পানীয় জল, শৌচালয় ও ভাঁড়ার ঘর নির্মাণ করা, কর্মী সহায়িকাদের ভাতা ন্যূনতম ১৮ হাজার টাকা করা এবং ভাতা যতদিন অনুমোদিত না হচ্ছে ততদিন প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। এছাড়াও এদিন তাঁরা দাবি জানিয়েছেন, অবসরের পর কর্মীদের ৩ লক্ষ টাকা এবং সহায়িকাদের ২ লক্ষ টাকা এককালীন অনুদান এবং প্রতি মাসে কর্মীদের ৩ হাজার ও সহায়িকাদের ২ হাজার টাকা অনুদান দেবার দাবি জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, এক একজনকে অতিরিক্ত কেন্দ্রের চার্জ নেওয়ার জন্য ৫০ টাকার পরিবর্তে ২০০০ টাকা অ্যাডিশনাল চার্জ দেওয়ার দাবি জানানো হয়েছে। শিখাদেবী জানিয়েছেন, সমকাজে সমবেতন, কর্মী সহায়িকাদের পড়ার উপযুক্ত শাড়ী প্রদান প্রভৃতি দাবিও জানানো হয়েছে।

Like Us On Facebook