স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল গলসি থানার সাটিনন্দী গ্রামে। শুক্রবার এই ঘটনায় প্রায় ২ ঘণ্টা ধরে অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখলেন গ্রামবাসী ও অভিভাবকরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় গলসি থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই গলসি থানার সাটিনন্দী গ্রামের যাদবেন্দ্র স্মৃতি পাঠাগার, সাটিনন্দী বিদ্যায়তনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা গ্রাম। অভিযোগ পেয়ে ওই প্রধান শিক্ষককে আটক করেছে গলসি থানার পুলিশ।