বৃহস্পতিবার পানাগড় রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের স্কুল-ড্রেস প্রদান করা হল। এদিন স্কুলের প্রধান শিক্ষক মাধবেন্দ্র ব্যানার্জী ও পরিচালন সমিতির সভাপতি জয়ব্রত বৈদ্য স্কুলের ১৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে রাজ্যের শিক্ষা দফতরের দেওয়া স্কুল-ড্রেস তুলে দেন। নতুন পোশাক পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।

বিদ্যালয়ের এক ছাত্রী বলে, নতুন পোশাক কেনার মত ক্ষমতা তাদের ছিল না কিন্তু বিদ্যালয় থেকে নতুন পোশাক দেওয়ায় পুরানো পোশাক পরে আর বিদ্যালয়ে আসতে হবে না। পরিচালন সমিতির সভাপতি জয়ব্রত বৈদ্য বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নতুন পোশাক বিতরণ শুরু হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী তাঁদের বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীকে নতুন পরিবর্তিত পোশাক দেওয়া হল। বহু গরিব ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। ফলে অনেকেরই নতুন পোশাক কেনার ক্ষমতা ছিল না।’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছে।’

Like Us On Facebook