স্কুলের পড়ুয়াদের মধ্যে বিতরণের জন্য সরকার থেকে বরাদ্দ করা স্কুল ব্যাগ বিক্রি হচ্ছে খোলাবাজারে। মঙ্গলবার বর্ধমানের লক্ষীপুর মাঠের বাসিন্দারা পড়ুয়াদের জন্য বরাদ্দ বস্তা ভর্তি স্কুল ব্যাগ বাজেয়াপ্ত করলেন বাজার থেকে। ব্যাগগুলি পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ব্যাগগুলি কিভাবে বাইরে গেল তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
পড়ুয়াদের উৎসাহিত করতে জুতো, পোশাকের পাশাপাশি বিনামূল্যে স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিশ্ব বাংলার লোগো সহ সেই ব্যাগ ইতিমধ্যেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মধ্যে বিলি চলছে। তারই মধ্যে বিশ্ববাংলার স্ট্যাম্প দেওয়া বস্তা থেকে বের করা সেই ব্যাগ রাস্তায় ঢেলে বিক্রি হচ্ছিল। বিক্রেতা বিশ্ব বাংলার লোগোর উপর অন্য স্টিকার চিটিয়ে সেই ব্যাগ ৬০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি করছিল। সস্তায় মেলায় পথচলতি অনেকে সেই ব্যাগ কিনেও নিয়ে যান।
কিন্তু ব্যাগের রঙ দেখে সন্দেহ হয় কয়েকজনের। তারা খুঁটিয়ে দেখতে গেলে চম্পট দেয় বিক্রেতা। এরপরই বাসিন্দারা পুলিশকে ডেকে সেই ব্যাগগুলি পুলিশের হাতে তুলে দেন। প্রশাসনের নজর এড়িয়ে কোনও অসাধু চক্র ব্যাগগুলি খোলাবাজারে পাচার করেছে বলে অনুমান স্থানীয় কাউন্সিলরের। তিনি বিষয়টি শিক্ষা দফতর ও প্রশাসনের গোচরে এনেছেন বলে জানা গেছে।