দুর্ঘটনায় আহত লুপ্তপ্রায় একটি গন্ধগোকুলকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। বর্ধমানের কাঞ্চননগর রথতলার পদ্মপুকুর এলাকার ঘটনা। মঙ্গলবার এলাকার মানুষজন একটি নর্দমা থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের কাঞ্চননগর রথতলার পদ্মপুকুর এলাকায় একটি গন্ধগোকুলকে প্রায়ই দেখতেন বাসিন্দারা। এদিন সেটিকে আহত অবস্থায় রাস্তার পাশের একটি নর্দমায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর নর্দমা থেকে সেটিকে তুলে রাস্তার পাশে অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় রেখে প্রথমে শুশ্রূষা করেন বাসিন্দারা। এরপর খবর দেন বন দফতরে। বন দফতরের কর্মীরা না পৌঁছনো পর্যন্ত গন্ধগোকুলটিকে যাতে অন্য কোনও প্রাণী ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে নজরদারি করেন তাঁরা। বন দফতরের কর্মীরা এলে তাঁদের হাতে তুলে দেওয়ার পর বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।


Like Us On Facebook