প্রয়াত খ্যাতনামা চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১৬টি চলচ্চিত্রের পোস্টার এবং ১২টি পোট্রেট নিয়ে মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় এবং পুত্রবধূ ললিতা রায়। বর্ধমান উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং রায় সোসাইটির উদ্যোগে এই প্রদর্শনী থাকবে আগামী ২ মে পর্যন্ত।
বর্ধমান উন্নয়ন সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই পোস্টার এবং পোট্রেটগুলি লাগানো হয়েছে বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন এলাকায় রাস্তার ডিভাইডারে। এদিন বিডিএর অরবিন্দ সভাঘরে আয়োজিত সাংবাদিক বৈঠকে সন্দীপ রায় জানিয়েছেন, সত্যজিৎ রায়ের ছবি হৃদয়কে ছুঁয়ে যায় আজও। কিন্তু এখন অনেক ছবি হলেও সেভাবে হৃদয় ছুঁতে পারছে না। এটা নিয়ে ভাবতে হবে। আরও অনেক কারণের পাশাপাশি গল্পও অনেকটা দায়ী বলে তিনি এদিন জানান। সন্দীপবাবু এদিন জানান, বাংলা সাহিত্য গল্পের রত্নভান্ডার। কিন্তু বাংলা সাহিত্যকে নিয়ে ছবি হচ্ছে না। এখন ছবির জন্যই গল্প লেখা হচ্ছে।
উল্লেখ্য, সত্যজিৎ রায়ের শততম জন্মদিবসকে নানাভাবে পালন করা হলেও বর্ধমানের এই প্রদর্শনী অন্য কোথাও হয়নি বলে তিনি জানান। এদিন এই বৈঠকে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায়, বিডিএর সিইও শান্তনু বসু, অতিরিক্ত জেলাশাসক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী প্রমুখ।