১ নভেম্বর থেকে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে। ধান কেনার কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য বুধবার জেলা প্রশাসনের মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। এদিন এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলা পরিষদের সভাধিপতি, সহকারি সভাধিপতি, কর্মাধ্যক্ষরা ছাড়াও মহকুমা শাসক, বিধায়ক, খাদ্য দফতরের প্রতিনিধিরাও।

এদিন স্বপনবাবু জানিয়েছেন, গতবারের থেকে এবছর ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গতবার ছিল ৫ লক্ষ ২৯ হাজার ৭৩২ মেট্রিক টন। এবারে তা বাড়িয়ে করা হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন। এদিন ধান কেনা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন স্বপনবাবু। স্বপনবাবু জানিয়েছেন, গতবার ধান কেনার জন্য সরকারি সহায়ক মূল্য ছিল ১৮৬৮ টাকা, এবারে তা বাড়িয়ে করা হয়েছে ১৯৪০ টাকা। ধান কেনার কাজে গতবার ৩৩টি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত ছিল, এবারে তা বাড়িয়ে করা হয়েছে ৪৮টি। এবার ১১৬টি সমবায়কেও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ১১৩টি রাইস মিলও এই ধান কেনার কাজে সহায়তা করছে। তিনি জানিয়েছেন, এদিন রাইসমিলগুলিকে সতর্ক করা হয়েছে। সরকারি নিয়ম মেনে লেভির চাল দিতে হবে এবং সরকারি কাজে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বপনবাবু জানিয়েছেন, এবছর মোট ৩ লক্ষ ৬৯ হাজার ৬৪৬ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তাঁরা আশা করছেন উৎপাদন হতে পারে ১৮ লক্ষ ৩৯ হাজার ৬৯২ মেট্রিক টন ধান।

Like Us On Facebook