.
কাঁকসা থানার পুলিশ ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগে সোমবার বিকেলে পানাগড়ের বিভিন্ন এলাকায় রাসায়নিক স্প্রে করে স্যানিটাইজ করা হয়। পানাগড় বাজার, পানাগড় পুলিশ ব্যারাক সহ লালবাবা আশ্রমের কোয়রান্টিন সেন্টার জীবাণু মুক্ত করতে এদিন রাসায়নিক স্প্রে করা হয়। করোনা মোকাবিলায় লকডাউনে দুর্গাপুরের বিভিন্ন জনবহুল এলাকায় দমকল বাহিনীর কর্মীদের সাহায্য কয়েকদিন ধরেই রাসায়নিক স্প্রে করা হচ্ছে। প্রথমে দুর্গাপুর স্টেশন বাজার তারপর ধাপে ধাপে দুর্গাপুরের সিটি সেন্টারের বাজার এলাকা মামড়া বাজার এলাকা এবং সোমবার দুর্গাপুরের বেনাচিতির বাজার নাচন রোডে জীবাণু নাশক স্প্রে করা হয়। সোমবার বিকেলে পুলিশ ও দমকল যৌথ উদ্যোগে পানাগড়ের বিভিন্ন এলাকায় রাসায়নিক স্প্রে করে স্যানিটাইজ করার কাজ শুরু করেছে।
Like Us On Facebook