বৃহস্পতিবার রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে চালু হচ্ছে মহিলা বন্দিদের স্বনির্ভরতার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রকল্প। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্য কারা দপ্তরের ডিজি অরুণ কুমার গুপ্তা। বর্ধমান জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে, কলকাতার একটি বেসরকারি সংস্থা ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি মেশিন স্থাপন করেছে কেন্দ্রীয় সংশোধনাগারে। মুম্বাই থেকে একটি প্রশিক্ষক দল এসে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের মহিলা বন্দিদের এব্যাপারে প্রশিক্ষণও দিয়েছেন। বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিখিল নির্মল জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিদিন গড়ে এক হাজার করে এই ন্যাপকিন উৎপাদন করা হবে। উৎপাদিত ন্যাপকিন সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাটিই নিয়ে গিয়ে বিপননের ব্যবস্থা করবে। বিনিময়ে বন্দিরা মজুরি পাবেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই ধরণের উদ্যোগ এর আগে কোথাও নেওয়া হয়নি। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলা বন্দিরা হাতে কলমে কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন।
Like Us On Facebook