আগামী সোমবার পবিত্র ঈদ, সেই উপলক্ষে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের হাতে তুলে দেওয়া হল বস্ত্র সহ বিভিন্ন খাবার দ্রব্য। এদিন কেন্দ্রীয় সংশোধনাগার ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা বর্ধমান পুরসভার কাউন্সিলর সেলিম খান এই সমস্ত পোশাক তুলে দেন জেল সুপার শুভেন্দুকৃষ্ণ ঘোষের হাতে। সেলিম খান জানিয়েছেন, চলতি রোজার সময় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ৩০জন বন্দি রোজা রাখছেন। তাঁদের হাতে লাচ্চা, সিমাই, চিনি সহ লুঙি, শাড়ি প্রভৃতি তুলে দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজনের হাতেও এদিন এই সমস্ত পোশাক তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কয়েকজন শিশুও। জেল সুপার জানিয়েছেন, এই সমস্ত পোশাক বন্দিদের হাতে এদিনই পৌঁছে দেওয়া হয়েছে। সেলিম খান জানিয়েছেন, ঈদের দিন সকাল ৮টা ১৫ নাগাদ সংশোধনাগারের মধ্যেই ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ওইদিন দিন ও রাতের জন্য বিশেষ ধরণের খাবারেরও আয়োজন করা হয়েছে। তিনি জানিয়েছেন, জেলখানার বাইরে ঈদের আনন্দ উৎসব যাতে জেলখানার মধ্যেও অনুষ্ঠিত করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। জেল সুপার জানিয়েছেন, প্রায় আটমাস আগে সংশোধনাগারের জেনারেটরটি খারাপ হয়ে গিয়েছিল। তা নিয়ে রাজ্য কারা দপ্তরে তাঁরা প্রায় ১৬ লক্ষ টাকার বাজেটও পাঠিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। তাঁরা আশা করছেন ঈদ উৎসবের মধ্যেই নতুন জেনারেটর চালু হয়ে যাবে।

Like Us On Facebook