বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে গলসি থানার পারাজ-শিল্ল্যাঘাট রোডের জাগুলিপাড়া মোড়ে। মৃতের নাম ইউসুফ শেখ (৫৫)। বাড়ি জাগুলিপাড়াতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা নাগাদ ইউসুফ শেখ সাইকেলে চেপে বাজার যাচ্ছিলেন। জাগুলিপাড়া মোড়ে একটি বালি বোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ট্রাকটি তাঁকে পিষে দেয়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় মানুষের অভিযোগ, এদিন বালি বোঝাই ট্রাকটি সরকারি চেকিং এড়িয়ে পালাতে গিয়েই ইউসুফ শেখকে চাপা দেয়। তাঁদের আরও অভিযোগ, রাস্তার দুধারে বালি মজুদ করে রাখার কারণে প্রায়ই ওই রাস্তায় ঘটছে দুর্ঘটনা।
Like Us On Facebook