বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য এবার গোটা রাজ্যের মধ্যে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ‘সহযোগিতা’ নামে চালু হল নতুন উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, গোটা ভারতবর্ষে প্রায় ৩ শতাংশ মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন। কিন্তু সমাজ ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। কারণ যেকোন উন্নয়ন ঘটাতে গেলে সমাজের ১০০ শতাংশ মানুষের কাছেই তার সুফল পৌঁছানো দরকার। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই ৩ শতাংশ মানুষ পরিকল্পনার বাইরে থাকেন। এদিন তিনি জানিয়েছেন, আর সেই কারণেই সাধারণ মানুষদের মত তাঁদেরও কি কি অধিকার রয়েছে, কি কি ধরণের সুযোগ তাঁদের রয়েছে এই বিষয়গুলিকে তুলে ধরার প্রয়োজন রয়েছে। যাতে তাঁরা সমাজের মূলস্রোতের সঙ্গে থাকতে পারেন।
এদিন বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক মৌলি সান্যাল জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা গোটা জেলায় বিভিন্ন স্কুল, হোম প্রভৃতিতে থাকা ৪০০ জন শিশুকে চিহ্নিত করেছেন। সহযোগিতা শীর্ষক এই উদ্যোগের মধ্যে দিয়ে ওই সমস্ত শিশুর কোন কোন বিষয়ে চিকিৎসা করা দরকার তা বিনামূল্যে করা হবে। এছাড়াও স্কুলের বাইরে যাঁরা রয়েছেন তাঁদেরও চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছাড়াও ১৫ থেকে ৪০ বছর বয়সের মানুষদের জন্য বিশেষ ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ১০জনের হাতে আড়াই হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ২জনকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অংশুমান ভট্টাচার্য প্রমুখ।