ফাইল চিত্র

মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাবকে পুরোদমে চালু করতে এবার মিষ্টি হাবেই প্রথমবার জেলা প্রশাসন এবং মিষ্টি ব‌্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি উৎসব। আগামী ১৬ থেকে ২২ জানুয়ারি বর্ধমানে ২নং জাতীয় সড়কের উল্লাস মোড়ের কাছে মিষ্টি হাব প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন হতে চলেছে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বুধবার জানিয়েছেন, মিষ্টি হাবে আয়োজিত এই মিষ্টি উৎসবে থাকছে বিভিন্ন মিষ্টি প্রস্তুতির বিশেষ প্রদর্শনী, বিভিন্ন মিষ্টির বিভিন্ন অজানা তথ্যের বিশেষ গ্যালারী, মিষ্টি সংক্রান্ত বিশেষ ক্যুইজ ও পুরস্কার, মিষ্টি তৈরির উপর বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী ছাড়াও কেনাকাটার ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

উল্লেখ্য, প্রায় বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বপ্নের এই প্রকল্পের উদ্বোধন করেন। কিন্তু তার কিছুদিন পর থেকেই ক্রমশই ধুঁকতে থাকে মিষ্টি হাবের ব্যবসা। ইতিমধ্যে মিষ্টি হাবের প্রথম তলার পর দ্বিতীয় তলার কাজও সম্পূর্ণ হয়। এখানে রয়েছে মোট ২৫টি দোকানও। মূলত মিষ্টি হাবকে চাঙ্গা করতেই এবার এই মিষ্টি উৎসবের অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন।

Like Us On Facebook