পরীক্ষায় ফেল করার ভয়ে ২৩ এপ্রিল বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল দিল্লীর নবম শ্রেণির ছাত্র সুধাংশু কুন্দ্রা। দিল্লি থেকে অজানা এক ট্রেনে উঠে বাড়ি থেকে পালিয়ে আসে সুধাংশু। অবশেষে রবিবার পূর্ব বর্ধমানের খানা জংশনে ট্রেন থেকে নেমে সুধাংশু উদভ্রান্তের মত ঘোরাঘুরি করতে দেখে রেল কর্মীদের সন্দেহ হয়।
সুধাংশুকে ঘোরাঘুরি করতে দেখে রেলকর্মীরা তাকে রেলপুলিশের হাতে তুলে দেয়। রেল পুলিশ সুধাংশুকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঠিকানা বের করে নিয়ে দিল্লিতে যোগাযোগ করলে সুধাংশুর বাবা হরিশংকর কুন্দ্রা ছেলেকে ফিরে পেতে বিমান তড়িঘড়ি কলকাতা হয়ে দুর্গাপুর পৌঁছান। রেল পুলিশ অবশেষে নিখোঁজ সুধাংশুকে হরিশংকরবাবুর হাতে তুলে দেয়। ছেলেকে ফিরে পেয়ে রেল পুলিশের ভূয়শী প্রশংসা করেন হরিশংকরবাবু।
Like Us On Facebook