.

লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী জওয়ানরা এবার পৌঁছাল অন্ডালে। রবিবার অন্ডাল থানার পুলিশ ও দুর্গাপুরের এসিপির উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্ডালের বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন। বাহিনীর জওয়ানরা অন্ডাল নর্থ বাজার, অন্ডাল গ্রামের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন জওয়ানরা। কোন রাজনৈতিক দল বা কেউ কোন ভয়-ভীতি প্রদর্শন করছে কিনা সে বিষয়ে জানতে চান স্থানীয় মানুষের কাছ থেকে, প্রয়োজনে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন বাহিনীর জওয়ানরা।

Like Us On Facebook